• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

একদিনেই ভিন্ন ভিন্ন স্পটে বিএনপির চার কর্মসূচি আজ

প্রকাশিত: ০৮:৩২, ২৩ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
একদিনেই ভিন্ন ভিন্ন স্পটে বিএনপির চার কর্মসূচি আজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে নানান কর্মসূচি নিয়েছে দলটি। এতে করে ব্যস্ততা বেড়েছে নেতা-কর্মী ও সমর্থকদের। আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান। আর মাত্র দুদিন আছে। এই দুদিনে রয়েছে কর্মযজ্ঞ।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিনভর ভিন্ন ভিন্ন স্পটে মোট চারটি কর্মসূচী রয়েছে বিএনপির। 

যার মধ্যে প্রথমটি রয়েছে "সংবাদ সম্মেলন"। শুরু হবে বেলা ১১টায়। স্থান গুলশান চেয়ারপার্সন অফিস। ওই কর্মসূচিতে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরপর তারেক রহমানকে সংবর্ধনা জানানোর স্পট রাজধানীর ৩০০ ফিটে রয়েছে "অভ্যর্থনা মঞ্চ পরিদর্শন" কর্মসূচি। দুপুর ১২টা ৩০ মিনিটে ৩০০ ফিট রাস্তা পরিদর্শন করবেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

আজ দুপুর ১২টায় রাজধানীর হোটেল আমারিতে রয়েছে ‘আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের স্বপ্ন সংস্কার ও গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভা’। সেখানে প্রধান অতিথি থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

আর তারেক রহমান ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিকাল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য চত্বরে রয়েছে "প্রত্যাবর্তন সাংস্কৃতিক অনুষ্ঠান"। এটার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2