• NEWS PORTAL

  • বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রাম-১২ আসনে মনোনয়ন ফরম কিনলেন সৈয়দ সাদাত

প্রকাশিত: ২১:৩৪, ২৩ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রাম-১২ আসনে মনোনয়ন ফরম কিনলেন সৈয়দ সাদাত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন থেকে মনোনয়ন ফরম কিনলেন বিএনপি নেতা সৈয়দ সাদাত আহমেদ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম কিনেন স্থানীয় বিএনপি নেতারা।

এসময় পটিয়া উপজেলা বিএনপি নেতা হাজী দ্বীন মোহাম্মদ, পটিয়া উপজেলা বিএনপি নেতা জসীমউদ্দীন, মোহাম্মদ জাফর, মোহাম্মদ নাজিম, মোহাম্মদ শাহ আলম, মো. শওকত মোহাম্মদ বেলাল, যুবদল নেতা নাজিমুদ্দিন মো. সাখাওয়াত, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ রিয়াদসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য এনামুল হক এনাম। তাই, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন সৈয়দ সাদাত।  


জানা যায়, সৈয়দ সাদাত আহমেদ এবিএন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি। ২০১৭ সালে আওয়ামী লীগের শাসনামলে ‘গুম’র শিকার হয়েছিলেন তিনি। দীর্ঘ চার মাস অজানা স্থানে বন্দি থাকার পর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয় এবং তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। প্রায় আট মাস পরে মুক্তি পাওয়ার পর তিনি পটিয়া বিএনপির রাজনীতিতে আরও সক্রিয় হন। 

সৈয়দ সাদাত আহমেদ বলেন, আমি জনগণের সেবায় নিবেদিত। আওয়ামী লীগের দুঃশাসনের সময় আমি নিজে ভুক্তভোগী হয়েছি। তাই, পটিয়ার মানুষের অধিকার রক্ষায় আমি লড়াই করবো।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2