• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

ছাত্রশিবিরের নতুন সভাপতি নির্বাচিত নুরুল ইসলাম সাদ্দাম

প্রকাশিত: ১৫:৪২, ২৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ছাত্রশিবিরের নতুন সভাপতি নির্বাচিত নুরুল ইসলাম সাদ্দাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সালের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার সংগঠনটির সদস্যদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হন তিনি। এতে করে শেষ হলো জাহিদুল ইসলামের দায়িত্ব।

এদিন সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সারাদেশ থেকে আগত প্রায় ৬ হাজারের বেশি সদস্যের অংশগ্রহণে  সদস্য সম্মেলন–২০২৫ শুরু হয়। এ সম্মেলনের মধ্য দিয়েই সংগঠনটির ২০২৬ মেয়াদের নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হলো।

শিবিরের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। যার কার্যক্রম এখন চলমান রয়েছে। জানা গেছে, নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি সর্বশেষ দলটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2