এভারকেয়ার থেকে ফিরোজায় নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ
ছবি: সংগৃহীত
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার আগে হাসপাতাল থেকে মরদেহ বের করে কড়া নিরাপত্তায় গুলশানের বাসভবন ফিরোজায় নেওয়া হচ্ছে।
গুলশান এভিনিউয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে বেগম জিয়ার মরদেহ নেয়া হচ্ছে। দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আপসহীন এই নেত্রীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে দুপুর সাড়ে ৩টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে বেগম খালেদা জিয়াকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
এদিকে, বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ভোর থেকেই রাজধানীতে দলে দলে মানুষ জড়ো হতে শুরু করেন। এছাড়া মঙ্গলবার রাত থেকেই জাতীয় সংসদ ভবন এলাকা, এভারকেয়ার হাসপাতাল, গুলশান কার্যালয় ও ফিরোজার সামনে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়।
বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ ঢাকায় আসছেন ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের প্রতিনিধিদল। জানাজা ও দাফনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
বিভি/এসজি




মন্তব্য করুন: