তারেক রহমানের সাথে দেখা করলেন জয়শঙ্কর, পাশে জাইমা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তারেক রহমানের পাশে ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন জয়শঙ্কর।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয়েছে মানিক মিয়া এভিনিউয়ের সংসদ ভবন এলাকায়। তার জানাজায় অংশ নিতে এলাকা জনসমুদ্রে রূপ নিয়েছে।

এর আগে গুলশানে তারেক রহমানের বাসা থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং অন্যতম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছায়
তাকে শেষবারের মতো বিদায় জানাতে অজস্র মানুষ ইতোমধ্যে এই এলাকায় জড়ো হয়েছেন। আজ দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউসহ পুরো এলাকা জুড়ে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে বেলা সাড়ে তিনটা নাগাদ খালেদা জিয়াকে তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
সকাল নয়টার একটু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে তার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে তার ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হয়। সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান খালেদা জিয়ার স্বজন ও বিএনপি'র নেতা কর্মীরা।
বিভি/এজেড




মন্তব্য করুন: