• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার সমাধিতে আজও মানুষের ঢল

প্রকাশিত: ১১:১১, ২ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
খালেদা জিয়ার সমাধিতে আজও মানুষের ঢল

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে আজও শ্রদ্ধা জানাতে দলে দলে আসছেন দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।

আজ শুক্রবার (২ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, ছুটির দিন ভোর থেকেই জিয়া উদ্যানের সমাধিতে দলে দলে ভিড় করছে মানুষ। কবর জিয়ারত শেষে দোয়া করতে দেখা যাচ্ছে তাদের। অশ্রুসিক্ত নয়নে কেউ স্মরণ করছেন প্রিয় নেত্রীর স্মৃতি, কেউবা শ্রদ্ধা নিবেদন করছেন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে।

উপস্থিত সাধারণ মানুষের কণ্ঠেও ফুটে উঠেছে আপসহীন নেত্রীকে হারিয়ে ফেলার হাহাকার। সমাধিতে আসা একজন গণমাধ্যমকে বলেন, বেগম খালেদা জিয়ার রয়েছে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস। দেশপ্রেমী মানুষের প্রেরণা হয়ে থাকবেন তিনি।

এদিকে, খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দেশব্যাপী মিলাদ ও দোয়ার আয়োজন করেছে বিএনপি।

প্রসঙ্গত, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে গত ৩০ ডিসেম্বর ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর।

পরদিন ৩১ ডিসেম্বর দুপুর তিনটার দিকে মানিক মিয়া এভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2