• NEWS PORTAL

  • শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

বছর ৫ লাখ টাকা আয় করা জুনায়েদ আল হাবিবের আছে ২ কোটি টাকার বাড়ি ও ৩৫ ভরি স্বর্ণ

প্রকাশিত: ২১:৫০, ২ জানুয়ারি ২০২৬

আপডেট: ২১:৫১, ২ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বছর ৫ লাখ টাকা আয় করা জুনায়েদ আল হাবিবের আছে ২ কোটি টাকার বাড়ি ও ৩৫ ভরি স্বর্ণ

বিএনপির সমর্থন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রার্থী হওয়া জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি ও হেফাজতে ইসলামের শীর্ষ নেতা মাওলানা জুনায়েদ আল হাবীব মাহফিলে আলোচনা করে বছরে আয় করেন ৫ লাখ ৪০ হাজার টাকা। বর্তমানে তার কাছে নগদ রয়েছে ২৮ লাখ ৯৬ হাজার টাকা। এছাড়াও ২ কোটি টাকার বাড়ি ও ৩৫ ভরি স্বর্ণ রয়েছে তার।

নিজের নির্বাচনী হলফনামায় এই তথ্য দিয়েছেন বিএনপি নেতৃত্বাধীন নির্বাচনী জোটের মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এই সংসদ সদস্যপ্রার্থী।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হলফনামায় মাওলানা জুনায়েদ আল হাবীব জানিয়েছেন, পেশায় তিনি একজন ইসলামীক স্কলার (ওয়াজ মাহফিল করেন)। তার পেশা থেকে বছরে আয় হয় ৫ লাখ ৪০ হাজার টাকা এবং বাড়ি ভাড়া থেকে বছরে তিনি আয় করেন ২ লাখ ৭০ টাকা। এছাড়া আর কোনো আয়ের উৎস তিনি উল্লেখ করেননি।  

মাওলানা জুনায়েদ আল হাবীব তার হলফনামায় আরও জানিয়েছেন, তার হাতে বর্তমানে নগদ ২৮ লাখ ৯৬ হাজার ৪২৩ টাকা রয়েছে এবং দুটি ব্যাংক একাউন্টের একটিতে ৮ লাখ ৩৮ হাজার ৬৪৯ টাকা ও অপরটিতে ১ লাখ ৭২ হাজার ২৬৭ টাকা রয়েছে। 

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের এই নেতা জানিয়েছেন তার স্থাবর সম্পত্তির মধ্যে অকৃষি জমি রয়েছে ৭৯.৭৩ শতাংশ, যার আর্থিক মূল্য ৪৯ লাখ ৯০ হাজার ৩০০ টাকা। এছাড়া ২৯ লাখ ৩৩ হাজার ৯৯ টাকার একটি ফ্ল্যাট ও ১ কোটি ৫১ লাখ ৭ হাজার ২৬৮ টাকা সমমূল্যের ২টি বাড়ি রয়েছে। 

অপরদিকে অস্থাবর সম্পত্তির মধ্যে জুনায়েদ আল হাবীবের ৩০ লাখ টাকা সমমূল্যের একটি গাড়ি, ৪৫ লাখ ৬৪ হাজার ৯০৪ টাকার রেমিটেন্স এবং উপহারে পাওয়া ৩৫ ভরি স্বর্ণ রয়েছে। এছাড়া ঘরের আসবাবপত্রও উপহারে পাওয়া বলে উল্লেখ করেছেন তিনি। তবে স্ত্রীর কোনো সম্পদেরই বর্ণনা দেননি এই সুপরিচিত আলেম।

বিভি/কেএস/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2