• NEWS PORTAL

  • রবিবার, ১১ জানুয়ারি ২০২৬

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় জামায়াত নেতাকে জরিমানা

প্রকাশিত: ২১:০৩, ১০ জানুয়ারি ২০২৬

আপডেট: ২২:২১, ১০ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় জামায়াত নেতাকে জরিমানা

ছবি: সংগৃহীত

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন জামায়াত আমির আবদুল হাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন সহকারী রিটার্নিং অফিসার।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিগ্যান চাকমা।

জানা গেছে, শনিবার বিকালে উপজেলার তাকিয়া বাজারে গণসংযোগ ও দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় বগাদানা ইউনিয়ন জামায়াতের আমীর আবদুল হাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আচরণবিধি লঙ্ঘন করায় এ জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন ইউএনও রিগ্যান চাকমা। তিনি গণমাধ্যমকে বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইনশৃখলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2