• NEWS PORTAL

  • শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

যে রাজনীতি মানুষের জীবন বিপন্ন করে তা চাই না: ডা. শফিকুর রহমান

প্রকাশিত: ২৩:৩০, ১৫ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
যে রাজনীতি মানুষের জীবন বিপন্ন করে তা চাই না: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা পুরোনো রাজনীতি চাই না যে রাজনীতি মানুষের জীবন রক্ষার চাইতে বিপন্ন করে। দুর্নীতি আর চাঁদাবাজির রাজনীতি চাই না।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াত আমীর উক্ত মন্তব্য করেন। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আসন সমঝোতার মাধ্যমে ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করে ১১ দলীয় নির্বাচনী জোট।

জামায়াত আমীর আরও বলেন, অতীতের মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করা হবে না। যুবসমাজ অতীতে ভোট দিতে পারেনি। এবার তাদের ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে চাই।

তিনি বলেন, ওসমান হাদির হত্যার বিচার চাই, বিচারকে ধামাচাপা দেওয়া হলে আর বিল্পবী জন্ম নিবে না।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: