• NEWS PORTAL

  • শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

শরীয়া আইন প্রতিষ্ঠার লক্ষ্য থেকে সরে এসেছে দাবি করে জামায়াত জোট ছাড়লো ইসলামী আন্দোলন

প্রকাশিত: ১৭:২৮, ১৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৭:২৮, ১৬ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
শরীয়া আইন প্রতিষ্ঠার লক্ষ্য থেকে সরে এসেছে দাবি করে জামায়াত জোট ছাড়লো ইসলামী আন্দোলন

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জোট ছাড়ার পেছনের কারণও স্পষ্ট করেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটি। তাদের দাবি জামায়াতে ইসলামী শরীয়া আইন প্রতিষ্ঠার লক্ষ্য থেকে সরে এসেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।

তিনি বলেন, ইসলামী আন্দোলন দেশের ইসলামপন্থি জনতার আবেগের সঙ্গে কোনোভাবেই প্রতারণা করতে পারে না। ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠা এবং ইসলামের আলোকে একটি কল্যাণ রাষ্ট্র গড়ার লক্ষ্যেই দলটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে, যা থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই।

গাজী আতাউর রহমান বলেন, ১১ দলীয় জোটের ব্যানারে সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে আসন বণ্টনের ঘোষণা আসে। সেখানে দেখা গেছে, ৫ আগস্ট পরবর্তী সময়ে সারা দেশে ইসলামপন্থি শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার যে প্রচেষ্টা ইসলামী আন্দোলন চালিয়ে আসছিল, শেষ পর্যন্ত সেই লক্ষ্য অর্জিত না হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ইসলামের পক্ষের অবস্থানকে সুরক্ষিত রাখার প্রয়োজনীয়তা অনুভব করেই জোট ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ আর জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকছে না। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীরা ২৬৮ আসনে সক্রিয়ভাবে মাঠে কাজ করছেন এবং তারা সবাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না।

গাজী আতাউর রহমান আরও বলেন, ক্ষমতার রাজনীতি নয়, ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য ইসলাম ও নীতি-আদর্শভিত্তিক রাজনীতি। তিনি অভিযোগ করেন, নীতি, আদর্শ ও ইনসাফের প্রশ্নে দলটি নানা বৈরিতার শিকার হয়েছে। এ প্রেক্ষাপটে দলটি ২৭০ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিল, যার মধ্যে আপিলে দুজনের মনোনয়ন বাতিল হয়েছে। বাকি ২৬৮ জন প্রার্থী এখনো নির্বাচনী মাঠে রয়েছেন।

জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামি একটি বড় রাজনৈতিক শক্তি—এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে আদর্শিক ও নৈতিক দিক থেকে ইসলামী আন্দোলন কারও চেয়ে দুর্বল নয়।

জোট ছাড়ার পেছনে আদর্শিক অবস্থানের কথা তুলে ধরে ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান রাষ্ট্রক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী দেশ পরিচালনার কথা বলেছেন এবং শরিয়া আইন প্রতিষ্ঠা না করার আশ্বাস দিয়েছেন। এই অবস্থান জানার পর ইসলামী আন্দোলনের কাছে স্পষ্ট হয়ে যায়, তারা যে লক্ষ্য নিয়ে রাজনীতি করছে, সেই লক্ষ্য বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, প্রধান ইসলামী শক্তিগুলো যদি ইসলামী আইন ও আদর্শ থেকে সরে আসে, তাহলে ইসলামের পক্ষে কাজ করা কর্মী-সমর্থকদের স্বপ্ন বাস্তবে রূপ নেবে না। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত