নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএ-এর আত্মপ্রকাশ
ছবি: সংগৃহীত
আত্মপ্রকাশ করেছে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ) নামে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম।শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন এ প্ল্যাটফর্মটি আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা করে।
পাঁচ মূলনীতি এবং সাত লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এনপিএ তাদের কার্যক্রম শুরু করেছে। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষাই তাদের মূলমন্ত্র।
জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা একাংশ ও বামপন্থি সংগঠনের সঙ্গে যুক্ত বিভিন্ন অ্যাকটিভিস্টরা এই প্লাটফর্মে নেতৃত্ব দিচ্ছেন।
বিভি/এসজি



মন্তব্য করুন: