• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

টাইম ম্যাগাজিনকে দেশ বদলের মাস্টারপ্ল্যান জানালেন তারেক রহমান

প্রকাশিত: ১৪:৩০, ২৯ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
টাইম ম্যাগাজিনকে দেশ বদলের মাস্টারপ্ল্যান জানালেন তারেক রহমান

ছবি: টাইম

দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিএনপি চেয়ারপারসনের পুত্র ও দলটির শীর্ষ নেতা তারেক রহমান। বুধবার (২৯ জানুয়ারি) প্রকাশিত টাইম ম্যাগাজিনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দেশের বর্তমান সংকটময় সময়ে দায়িত্ব নেওয়াকে তিনি ব্যক্তিগত নয়, জাতীয় দায়িত্ব হিসেবেই দেখছেন। 

দেশে ফেরার পরপরই বিপুল সমর্থকের আগ্রহ এবং কয়েক দিনের মধ্যে মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু—এই দুই বড় ঘটনার মধ্য দিয়ে রাজনৈতিক যাত্রার নতুন অধ্যায় শুরু হয় তার।

বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি, টাকার দুর্বলতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট, শিল্প খাতে চাপ এবং বাড়তে থাকা যুব বেকারত্ব—এসব বড় অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে রয়েছে বাংলাদেশ। প্রতি বছর প্রায় ২০ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করছে, ফলে কর্মসংস্থান সৃষ্টি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 

এই প্রেক্ষাপটে ভূমি অবক্ষয় রোধে বছরে ৫ কোটি গাছ লাগানো; ঢাকায় ৫০টি উন্মুক্ত সবুজ স্থান গড়ে তোলা; বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা; প্রবাসী শ্রমিকদের দক্ষতা বাড়াতে কারিগরি কলেজ পুনর্গঠন এবং ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ প্রণয়নসহ নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

তবে তার রাজনৈতিক যাত্রা বিতর্কমুক্ত নয়। অতীতে দুর্নীতির অভিযোগ, মামলার ইতিহাস এবং পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকার—সবকিছুই তাকে ঘিরে বিতর্ক তৈরি করেছে।

সমর্থকদের কাছে তিনি রাজনৈতিক নির্যাতনের শিকার এবং পরিবর্তনের প্রতীক হলেও, সমালোচকদের কাছে তিনি বিতর্কিত ও ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির প্রতিনিধি। অতীতে বিএনপির শাসনামলে দুর্নীতির অভিযোগ, বিশেষ করে বৈদ্যুতিক খাম্বা বিতর্ক এখনো তাকে তাড়া করে বেড়াচ্ছে। তিনি অবশ্য সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যেই এসব অভিযোগ আনা হয়েছিল।

বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় গণতান্ত্রিক সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, রাজনৈতিক সহনশীলতা এবং শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তোলাকে তিনি অগ্রাধিকার হিসেবে দেখছেন। একই সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

টাইম ম্যাগাজিনকে তিনি বলেন, আমি যা যা পরিকল্পনা করেছি, তার মাত্র ৩০ শতাংশও যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমি নিশ্চিত, দেশের মানুষ আমাকে সমর্থন দেবে।

সাক্ষাৎকারে লন্ডনে কাটানো সময় নিয়েও স্মৃতিচারণ করেন তারেক রহমান। তিনি বলেন, লন্ডনে তার পছন্দের কাজ ছিল রিচমন্ড পার্কে ঘুরে বেড়ানো, চিন্তায় ডুবে থাকা কিংবা ইতিহাসের বই পড়া। তার প্রিয় সিনেমা ‘এয়ার ফোর্স ওয়ান’। বিএনপি চেয়ারম্যান বলেন, আমি সম্ভবত আটবার সিনেমাটি দেখিছি। 

তারেক রহমানের ভাষায়, দেশের জন্য কাজ করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব। তিনি মনে করেন, রাজনৈতিক বিভাজন ভুলে জাতীয় ঐক্য গড়ে তুলতে পারলেই বাংলাদেশের ভবিষ্যৎ আরও শক্তিশালী হবে। সূত্র: টাইম
 

বিভি/এমআর

মন্তব্য করুন: