বগুড়ায় বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী শুরু
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক চেয়ারপার্সন ও তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামী ও কর্মময় জীবন নিয়ে জেলা পর্যায়ে আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ায়।
বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকার উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করা হয় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল ৫টায় শহীদ খোকন পৌর শিশু পার্কে।
প্রদর্শনীতে বেগম জিয়ার পারিবারিক ও রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ের শতাধিক দুর্লভ স্থিরচিত্র প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি তার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে নির্মিত বিশেষ ডকুমেন্টারিও প্রদর্শিত হচ্ছে।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বগুড়ার সাবেক মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন।
বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক সুজন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
উদ্বোধনী বক্তব্যে মাহবুবুর রহমান দেশনেত্রী বেগম জিয়ার সাথে তার কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতার দিক তুলে ধরে বলেন ‘বেগম জিয়ার একজন অনবদ্য রাজনৈতিক চরিত্রের নাম। তিনি অত্যন্ত সৎ ও সাদাসিধা মানুষ ছিলেন। ব্যক্তিগত ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠে তিনি মানুষ দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন। একজন রাজনীতিবিদ হিসেবে তিনি অত্যন্ত সফল ও সার্থক।’
এসময় বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির উপদেষ্টা, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন ভিডিও বার্তায় যুক্ত হয়ে বগুড়াবাসীকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়েছেন। দেশব্যাপী এ অনুষ্ঠান আয়োজনের জন্য সংগঠনকেও আন্তরিক ধন্যবাদ জানান।
জাসাসের বগুড়া শহর শাখার সাবেক সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান পিয়াসের সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা ও দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, শহর শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক রিমন রহমান, বগুড়া প্রেসক্লাব সেক্রেটারি কালাম আজাদ, সাবেক ছাত্রনেতা সাব্বির হুসাইন বাবলু, সৈয়দ আব্দুল গফুর দারা ও মোস্তফা হানিফ সোহাগসহ বগুড়া জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক এম আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জনি ও নাট্য সম্পাদক বিভান বাদল, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ফাইজুল ইসলাম নীল।
একই সঙ্গে সিলেট মহানগরীতেও চলছে এই আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
প্রাথমিক পর্যায়ে বেগম খালেদা জিয়ার জীবনের সঙ্গে সম্পৃক্ত ১২টি জেলায় এই আলোকচিত্র প্রদর্শনী আয়োজন চলছে। ইতোমধ্যে ঢাকা, দিনাজপুর ও বরিশাল, রংপুর, সিলেট, খুলনাসহ বেশ কয়েকটি জেলায় প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বগুড়া ও সিলেটের পর পর্যায়ক্রমে রাজশাহী, ময়মনসিংহ, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজারে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে রাজধানীর জিয়া উদ্যান ও বিচারপতি শাহাবুদ্দিন পার্কেও বেগম জিয়ার সংগ্রামী ও কর্মময় জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল সংগঠনটি।
বিভি/এআই



মন্তব্য করুন: