বিএনপিতে যোগদান করলো আ.লীগের সহস্রাধিক নেতাকর্মী
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রুহুল আমিন দুলালের সমর্থনে মঠবাড়িয়ায় বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে তুষখালী ইউনিয়নে ধানের শীষ মার্কার প্রচার অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা মো. ছগির মেম্বারের নেতৃত্বে নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন- আসনের বিএনপি মনোনীত প্রার্থী রুহুল আমিন দুলাল, বিএনপি নেতা কেএম হুমায়ুন কবীর, মোশারফ হোসেন সাঁকু, ফরিদ আহমেদ, ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন, তরিকুল ইসলাম স্বাধীন প্রমুখ।
যোগদানকারীরা ধানের শীষ প্রার্থীকে বিজয় করার শপথ গ্রহণ করেন। এ সময় যোগদানকারীদের ধন্যবাদ জানিয়ে রুহুল আমিন দুলাল গণমাধ্যমকে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এলাকার ব্যাপক উন্নয়ন করা হবে। আওয়ামী লীগ কর্মীদের কোনো রকম মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে না।
যোগদানকারী ছগির মেম্বার গণমাধ্যমকে বলেন, আশা করি বিএনপি ক্ষমতায় গেলে এলাকার সবাইকে নিয়ে ব্যাপক উন্নতি করতে পারবে।
বিভি/এআই



মন্তব্য করুন: