• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য ব্যক্তিগত, জানানো হবে প্রধানমন্ত্রীকেঃ কাদের

প্রকাশিত: ১৩:৩২, ৬ ডিসেম্বর ২০২১

আপডেট: ১৩:৩২, ৬ ডিসেম্বর ২০২১

ফন্ট সাইজ
তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য ব্যক্তিগত, জানানো হবে প্রধানমন্ত্রীকেঃ কাদের

বেগম জিয়া’র মুক্তি ও চিকিৎসা নিয়ে অপরাজনীতি করছেন বিএনপি’র নেতারা বলে বলেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই সময় মন্ত্রী খালেদা জিয়া’র নাতনী ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে করা তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান-এর বক্তব্য প্রসঙ্গে বলেন, তার বক্তব্য ব্যক্তিগত, তবুও বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হবে। 

সোমবার (৬ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে, মহানগর আওয়ামী লীগ ও ঢাকার ২ মেয়র ও কাউন্সিলরদের সংগে বৈঠক শেষে এই কথা জানান তিনি। 

এই সময় তিনি আরও বলেন, বেগম জিয়া’র মুক্তি ও চিকিৎসা নিয়ে অপরাজনীতির জন্য বিএনপি’র কর্মীদের কাছেই জবাবদিহি করতে হবে নেতাদের। 

এছাড়া, গণতন্ত্র ও স্বাধীনতার শত্রুরা এখনও তৎপর জানিয়ে, তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান ওবায়দুল কাদের।

এর আগে ব্যারিস্টার জাইমাকে নিয়ে করা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান-এর বক্তব্যকে হীন রাজনৈতিক দূরভিসন্ধিমূলক, নারী ও বর্ণবিদ্বেষী ও বিকৃত বলে উল্লেখ করেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিষ্টাচার বহির্ভূত মন্তব্যের তীব্র ঘৃণা ও ক্ষোভও প্রকাশ করে ডা. মুরাদ হাসানকে জনসমক্ষে ক্ষমা চেয়ে পদত্যাগ করার আহ্বানও জানান ফখরুল ইসলাম আলমগীর।


 

বিভি/রিসি 

মন্তব্য করুন: