• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

ইসি গঠনে প্রধানমন্ত্রীর ইচ্ছারই প্রতিফলন হচ্ছেঃ রিজভী

প্রকাশিত: ১৫:১৪, ২৪ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
ইসি গঠনে প্রধানমন্ত্রীর ইচ্ছারই প্রতিফলন হচ্ছেঃ রিজভী

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ইসি নিয়ে যে সার্চ কমিটি উপস্থাপন করা হয়েছে তাতে প্রধানমন্ত্রী ইচ্ছারই প্রতিফলন হচ্ছে। আমরা আগেও বলেছিলাম, মুজিব কোটের মানুষরাই এর দায়িত্ব পাবেন। এটি শুধুমাত্র রিহার্সাল চলছে। যেভাবে একতরফাভাবে হুদা কমিশন, রকিব কমিশন গঠন করেছিলেন, সেই রকম আরেকটি কমিশন গঠন করছে আওয়ামী লীগ।’

সোমবার (২৪ জানুয়ারি) বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র ছোট ছেলে ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর বনানীস্থ কবরে কোরানখানি, ফাতিহা পাঠ এবং শ্রদ্ধা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফ-এর বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘আমি আগেও বলেছি, তাদের এবং আমাদের মাঝে পার্থক্য রয়েছে। তারা একটি একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চায়, বিএনপি চায় বহুদলীয় গণতন্ত্র। তাদের এবং আমাদের বক্তব্যেতো পার্থক্য থাকবেই।’

তিনি বলেন, ‘আইন প্রণয়ন করতে হলে সংসদে আইন পাশ করতে হয়। কিন্তু কনোন সংসদে পাশ করবে? এখনতো একদলীয় ও বাকশালী পার্লামেন্ট। সেখানে যে আইন হবে তা প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই হবে। যে সংসদে জনগণের কোনো অংশগ্রহণ নেই, সেই সংসদে আইন পাশ হলে তা হবে বাকশালী আইন।’

প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করে রিজভী বলেন, ‘অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের দাবিতে যখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নেতৃত্ব দিচ্ছিলেন, তখন সেই গুলশানের বিএনপি কার্যালয় অবরুদ্ধ রাখার জন্য চারদিকে বালুর ট্রাক, কাঠের ট্রাক রাখা হয়েছিলো। গোলমরিচের স্প্রে করা হয়েছিলো। তখন প্রবাসে থাকা দেশনেত্রীর ছোট সন্তান আরাফাত রহমান কোকো মা'র প্রতি এই অন্যায়, অবিচার সহ্য করতে পারেননি। এই কষ্টে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃতদেহ দেশে আনা হলো গুলশান কার্যালয়ে অবরুদ্ধ মায়ের কাছে। অবরুদ্ধ মায়ের কোলে সন্তানের মৃতদেহ দেখে শুধু খালেদার পরিবারই নয়, গোটা জাতি শোকাহত হয়ে পড়ে। এতো অত্যাচার, অবিচার, অনাচার শুধু খালেদা জিয়াকে দুর্বল করার জন্য।’

তিনি বলেন, ‘কোকো’র মৃত্যু নিছক একটি মৃত্যুর ঘটনা নয়, বরং সামগ্রিক আন্দোলন, গণতন্ত্র মুক্তি আন্দোলন, জনগণের মুক্তি আন্দোলনে আত্মাহুতি। আমরা যদি গণতন্ত্র পুনরুদ্ধার করে ফিরিয়ে আনতে পারি, তাহলে তার এই আত্মদান সার্থক হবে।’

তিনি আরও বলেন, ‘আজকে তারেক রহমান মামলা হুলিয়া নিয়ে দেশের নেতৃত্ব দিচ্ছেন। জনগণের দোয়া ও আর্শিবাদে তারেক রহমানকে আল্লাহ আরও শক্তি দেবেন এবং খালেদা জিয়া অচিরেই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’

 

বিভি/এনএম/রিসি 

মন্তব্য করুন: