• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সীমান্তে বাংলাদেশি হত্যা থামাতে পারে না সরকার: বিএনপি

প্রকাশিত: ১৭:৩১, ২৬ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
সীমান্তে বাংলাদেশি হত্যা থামাতে পারে না সরকার: বিএনপি

বিএনপি নেতাদের অভিযোগ, পুলিশ দিয়ে বিরোধীদের নির্যাতন করতে পারলেও বর্ডারে বাংলাদেশি হত্যা থামাতে পারে না সরকার। মানুষের পেটের জ্বালা কমাতে পারে না ক্ষমতাসীনরা। দেশ কোনোভাবেই চলছে না দাবি করে তারা অভিযোগ করেন, মেগা প্রকল্পের নামে লুটপাট করে ভারতের সহযোগিতায় নদী ভরাট করে ফেলা হচ্ছে। 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক দাবি করেছেন, ভারতের ৫২৭ পণ্যের মধ্যে বিষক্রিয়া পাওয়া গেছে। ক্যান্সারের উপাদান পাওয়া গেছে দুটি ওষুধে। ভারতের আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের মানুষ। সীমান্তে আরও একজনকে হত্যা করা হয়েছে। সীমান্ত হত্যা বন্ধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি প্রশ্ন তোলেন, ভারত বন্ধু হয়ে থাকলে সীমান্তে এখনও গুলি কেন?

এদিকে, দেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করছে। প্রজাতন্ত্রের কর্মচারী আর ভারতের সহযোগিতায় দেশের মানুষকে শাসন করা হচ্ছে বলে অভিযোগ করেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। তিনি বলেন, ষড়যন্ত্র করে আওয়ামী লীগই ক্ষমতায় গেছে। বিএনপি ষড়যন্ত্রে বিশ্বাস করে না। 

পরে পথচারী, শ্রমজীবী-মেহনতি মানুষের মাঝে স্যালাইন-পানি বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিন বিএনপির নেতা-কর্মীরা।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: