• NEWS PORTAL

  • শুক্রবার, ১০ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সরকার বা আ.লীগের সম্পর্ক নেই: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১৪:৪২, ৭ এপ্রিল ২০২২

আপডেট: ১৫:৩০, ৭ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সরকার বা আ.লীগের সম্পর্ক নেই: তথ্যমন্ত্রী

ফাইল ছবি

বিএনপিকে নির্বাচনমুখী করতে যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়ার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন-এর দেওয়া বক্তব্য তাঁর ব্যক্তিগত মত বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তাঁর এই বক্তব্যের সঙ্গে সরকার বা আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। 

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এতথ্য জানান তিনি।

তথ্যমন্ত্রী জানান, নির্বাচনের ট্রেন কারও জন্য থেমে থাকবে না। নির্বাচন ইস্যুতে বিএনপি যে বিভিন্ন কূটনীতিকদের কাছে ধরনা দেয়, সেকথা মনে করেই হয়তো পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে এমন কথা বলেছেন।

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রসঙ্গে বলেন, তিনি ওয়ারেন্টভূক্ত আসামি হওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে বুধবারের কর্মসূচির কোনো সম্পর্ক নেই। 

হাছান মাহমুদ বলেন, বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে। তাই তারা নির্বাচনে আসতে চাই না। দলটি শিগগিরই নির্বাচন ভীতি কাটিয়ে উঠবে এমন আশা ব্যক্ত করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। 

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2