• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

বিএনপিকে কঠোরভাবে প্রতিরোধের হুঁশিয়ারি সেতুমন্ত্রীর

প্রকাশিত: ১৬:৫০, ১৮ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
বিএনপিকে কঠোরভাবে প্রতিরোধের হুঁশিয়ারি সেতুমন্ত্রীর

বিএনপি আন্দোলনের নামে ধ্বংসাত্মক পথ বেছে নিলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার ( ১৮ এপ্রিল) এক বিবৃতিতে বিএনপির মহাসচিবের অল্প সময়ের মধ্যে বিএনপিকে শক্তিশালী বিরোধী দল হিসেবে আবির্ভাবের ঘোষণার পরিপ্রেক্ষিতে এমন হুঁশিয়ারি দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তিশালী বিরোধী দলের অনুপস্থিতির কথার পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুলের বক্তব্যের মধ্য দিয়েই সেটাই প্রতীয়মান হয় যে, বিএনপি আসলেই বর্তমানে শক্তিহীনতায় আছে।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির মহাসচিব নিজেই স্বীকার করেছেন যে, সংসদে কার্যত বিএনপি একটি শক্তিহীন ও অন্তঃসারশূন্য রাজনৈতিক দল।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2