• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

জবাবদিহিতা না থাকায় বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার: রিজভী 

প্রকাশিত: ১৬:২৬, ২ মে ২০২২

ফন্ট সাইজ
জবাবদিহিতা না থাকায় বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার: রিজভী 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করেছেন, জবাবদিহিতা না থাকায় বাজার নিয়ন্ত্রণে করতে পারছে না সরকার। লাগামহীনভাবে বাড়ছে সয়াবিন তেলসহ নিত্যপণ্যের দাম।

জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং দেশ জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। 

পরে সাংবাদিকদের রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ঈদে ঘরমুখো মানুষ রাস্তায় চরম ভোগান্তিতে পড়েছেন। অথচ সরকার পরিস্থিতি সামাল দিচ্ছে বলে মিথ্যাচার করছে। উন্নয়নের নামে লুটপাট চলছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2