• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন হাজী সেলিম

প্রকাশিত: ১৪:৩৮, ৫ মে ২০২২

আপডেট: ১৭:৫৩, ৫ মে ২০২২

ফন্ট সাইজ
চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন হাজী সেলিম

থাইল্যান্ড থেকে চিকিৎসাগ্রহণ শেষে দেশে ফিরেছেন সংসদ সদস্য হাজী সেলিম। দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত এই সাংসদ বিদেশে যাওয়ায় দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছিল। তবে সব আলোচনা বন্ধ করে দেশে ফিরে এসেছেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হাজী সেলিম। হাজী সেলিমের একান্ত সচিব এ তথ্য নিশ্চিত করেছেন। ইমিগ্রেশন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, দেশে ফিরে হাজী সেলিম লালবাগের তালগাছা শাহী মসজিদে তার নির্বাচনী এলাকার বাসিন্দা শাহানা বেগমের জানাজায় অংশ নেন।

আরও পড়ুন:

এর আগে গত শনিবার গোপনীয়তার মধ্য দিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ডের ব্যাংককে যান হাজী সেলিম।

উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে হাজি সেলিমের ১০ বছর সাজা বহাল রেখে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এ আত্মসমর্পণ করতে নির্দেশ দেন হাইকোর্ট।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2