• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পরীক্ষায় প্রক্সি চক্রের `গডফাদার` রাবির তন্ময় ছাত্রলীগ থেকে বহিষ্কার

প্রকাশিত: ০৬:৫৯, ৫ আগস্ট ২০২২

আপডেট: ০৭:০৩, ৫ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
পরীক্ষায় প্রক্সি চক্রের `গডফাদার` রাবির তন্ময় ছাত্রলীগ থেকে বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রক্সিতে নাম আসা শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মুশফিক তাহমিদ তন্ময়কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‘শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত’ থাকায় তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

বহিষ্কার হওয়া ছাত্রলীগ নেতা মো. মুশফিক তাহমিদ তন্ময় ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক। তিনি বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ছিলেন। থাকতেন বিশ্ববিদ্যালয়ের শাহ মাখদুম হলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় মো. মুশফিক তাহমিদ তন্ময়কে (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।’

গত ২৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এ ইউনিটের দ্বিতীয় শিফটে তানভীর আহমেদ নামের এক শিক্ষার্থীর পরিবর্তে পরীক্ষা দেন বায়েজিদ খান নামের একজন শিক্ষার্থী। সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ৩০১ নম্বর কক্ষে প্রক্সি দেওয়া অবস্থায় ধরা পড়েন তিনি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে প্রক্টর কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ছাত্রলীগ নেতা মুশফিকের নাম বলেন বায়েজিদ খান। তিনি বলেন, তাঁকে মুশফিক এ কাজে নিয়োগ দিয়েছেন।

এ বিষয়ে কথা বলতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়াকে কল করা হলে তিনি তা কেটে দেন। পরে সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, প্রক্সিতে ওই নেতার নাম আসায় তাঁরা কেন্দ্রীয় কমিটিকে অবগত করেন। পরে কেন্দ্র তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

বিভি/এনএম

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2