• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ জামায়াতে ইসলামীর

প্রকাশিত: ১২:৫৬, ৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:১৬, ৭ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ জামায়াতে ইসলামীর

সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) পক্ষপাতমূলক আচরণে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বুধবার (৭ জানুয়ারি) সকালে ইউরোপিয় এক্সাটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মোহাম্মদ তাহের বলেন, আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া, বিগত দিনগুলোতে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অভাবে সংকটের কথা তুলে ধরা হয়েছে বলেও জানান আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং প্রশাসন একটি দলের দিকে ঝুঁকে যাওয়ায় সুষ্ঠু নির্বাচন নিয়ে দেশবাসীর উদ্বেগের কথা তুলে ধরে তিনি জানান, সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষপাত আচরণ সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে। পাতানো নির্বাচন হলে গভীর সংকটে পড়বে দেশ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2