• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

দেশ শ্রীলঙ্কা হয়নি, হবেও না

প্রকাশিত: ১৮:৫১, ১৮ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
দেশ শ্রীলঙ্কা হয়নি, হবেও না

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশ শ্রীলঙ্কা হয়নি, হবেও না কখনও। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ঢেউটিন, নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘শকুনের অভিশাপে গরু মরেনি। একটি মহল দেশকে শ্রীলঙ্কা বানাতে উঠেপড়ে লেগেছিল। সরকারের দূরদর্শিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সংকট কাটিয়ে উঠতে পেরেছি।’

তিনি বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতি টালমাটাল। সে অবস্থা সামাল দিতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের অনেক সমৃদ্ধ দেশ লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে। তাই আমরাও বাধ্য হয়ে লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধি করতে হয়েছে। অচিরেই লোডশেডিং ও দ্রব্যমূল্য কমে যাবে। ডলারের দাম কমছে, পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই দেশের মানুষ নিরাপদ। বিএনপি যে পথে ক্ষমতায় যেতে চায়, সেই দিন আর নেই।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব প্রমুখ। একই অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে সুবিধাবঞ্চিতদের আর্থিক সহায়তা দেন।

বিভি/এনএ

মন্তব্য করুন: