• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

ছাত্রলীগের সম্মেলনের নতুন তারিখ ঘোষণা 

প্রকাশিত: ১৫:২৬, ১৭ নভেম্বর ২০২২

আপডেট: ১৫:৪৩, ১৭ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
ছাত্রলীগের সম্মেলনের নতুন তারিখ ঘোষণা 

ছাত্রলীগের ৩০তম কেন্দ্রীয় সম্মেলন নতুন তারিখ ৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে যুব মহিলা লীগের সম্মেলন পিছিয়ে গেছে ১৫ই ডিসেম্বর। তবে মহিলা লীগের সম্মেলন আগের সূচি অনুযায়ী ২৬ নভেম্বরই হবে।

এর আগে ৩রা ডিসেম্বর ছাত্রলীগ এবং ৯ই ডিসেম্বর যুব মহিলা লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হলেও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের কারণে নতুন তারিখ নির্ধারণ করা হলো।

এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর শিডিউল না থাকার কারণে ৩ ডিসেম্বেরর পরিবর্তে ৮ ডিসেম্বর ছাত্রলীগের এবং ৯ ডিসেম্বরের পরিবর্তে ১৫ ডিসেম্বর যুব মহিলা লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: 

আগামী ২৯শে নভেম্বর রাষ্ট্রীয় সফরে জাপান যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; ফিরবেন ৩রা ডিসেম্বর। সে কারণে গত মঙ্গলবার গণভবনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি ৩রা ডিসেম্বরের বদলে অন্য কোনো তারিখে সম্মেলনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন।

আরও পড়ুন: 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2