• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ফের দাম বাড়ল সয়াবিন তেল ও চিনির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৩, ১৭ নভেম্বর ২০২২

আপডেট: ১৫:২৯, ১৭ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
ফের দাম বাড়ল সয়াবিন তেল ও চিনির

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেল ও চিনির দাম। প্রতি লিটার সয়াবিন তেলের দাম বেড়েছে ১২ টাকা। সেই হিসাবে প্রতি লিটার সয়াবিন তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৯০ টাকা। একই সঙ্গে কেজিতে চিনির দাম ১৩ টাকা বেড়ে ১০৮ টাকায় নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে। ভোগ্যপণ্য বিপণনকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দাম কমার মাত্র এক মাসের মাথায় বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৫ টাকা করে বাড়ানোর প্রস্তাব করেছিলেন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। গত ২ নভেম্বর তারা প্রস্তাবটি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠান। এর ১৫ দিনের মাথায় আজ দাম বাড়ানোর সিদ্ধান্ত এলো।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, দাম বাড়ানোর এই প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছেন বাংলাদেশ ট্রেড এন্ড টেরিফ কমিশন।  

দাম বাড়ানোর প্রস্তাবের চিঠিতে সংগঠনটি বলে, বর্তমানে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বেড়েছে। এ ছাড়া ডলারের বিপরীতে অস্বাভাবিক অবমূল্যায়ন হয়েছে টাকার। এ কারণে অ্যাসোসিয়েশনের সদস্যরা ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: 

বিভি/এইচএস

মন্তব্য করুন: