• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

জল্পনা-কল্পনা শেষে যেখানে সমাবেশের অনুমতি পেলো বিএনপি

প্রকাশিত: ১৫:২৮, ৯ ডিসেম্বর ২০২২

আপডেট: ১৫:৪২, ৯ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
জল্পনা-কল্পনা শেষে যেখানে সমাবেশের অনুমতি পেলো বিএনপি

রাজধানীর কমলাপুর স্টেডিয়ামের পরিবর্তে গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর এই আবেদন করে বিএনপি। চিঠিতে স্বাক্ষর করেছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। 

আরও পড়ুন: 

 

চিঠিতে বলা হয়েছে, আমরা আগামী ১০ ডিসেম্বর ২০২২, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র উদ্যোগে ঢাকা বিভাগীয় গণ-সমাবেশের জন্য কমলাপুর স্টেডিয়াম ব্যবহারের জন্য আপানাকে অবগত করেছিলাম। যেহেতু উক্ত স্থানে আপনারা আমাদের গণ সমাবেশের জন্য অনুপযুক্ত বলে জানিয়েছেন তাই আমরা কমলাপুর স্টেডিয়াম-এর পরিবর্তে গোলাপবাগ মাঠে (ঢাকা-১২০৪) মঞ্চ তৈরি করে ঢাকা বিভাগীয় গণ-সমাবেশ করতে চাই।

গণ-সমাবেশ অনুষ্ঠানের জন্য মাঠ ও মাইক ব্যবহারের প্রয়োজনীয় ব্যবস্থা এবং সমাবেশস্থল তথা পার্শ্ববর্তী এলাকার সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য ডিএমপি কমিশনারকে অনুরোধ জানান বিএনপি প্রতিনিধি দল। 

এদিকে গোলাপবাগ মাঠ পরিদর্শনে গেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তারসহ আরেকটি প্রতিনিধি দল।

আরও পড়ুন: 

বিভি/টিটি

মন্তব্য করুন: