• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বিয়ে করলেন ছাত্রলীগের সাবেক সভাপতি জয়

প্রকাশিত: ১৯:০৭, ১৩ জানুয়ারি ২০২৩

আপডেট: ২০:০৪, ১৩ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
বিয়ে করলেন ছাত্রলীগের সাবেক সভাপতি জয়

ছবি সংগৃহীত

ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয় বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম কাকন ভুঁইয়া। তিনি স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

ফেসবুক থেকে নেওয়াএসময় তার স্বজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের বর্তমান সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নসহ অনেকে।

ঘিয়া রঙের পাঞ্জাবি, হালকা গোলাপি কটি পরে আকদ অনুষ্ঠানে ছিলেন জয়। আর কনে কাকন ভুইয়া খোঁপায় গোলাপ গুজে, জরোয়া গয়নায় সেজেছেন নববধূ। পরনে অফ হোয়াইট লেহেঙ্গা; ঘোমটা টেনেছেন গোলাপী ওড়নায়।

কাকন ভূঁইয়াআওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ নাহিয়ান খান জয়ের স্ত্রী কাকন ভুঁইয়ার পরিবার। তিনি ইডেন মহিলা কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। রাজনীতি করতেন ইডেন কলেজের ভূগোল বিভাগের আহ্বায়ক হিসেবে। এছাড়াও তার বড় বোন বেগম  বদরুনেসা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শিউলী আক্তার। এছাড়া কাকনের ভগ্নিপতি বিপ্লব হাসান পলাশ সোহাগ-জাকির কমিটির উপ-আইন বিষয়ক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবলীগের সদস্য।

বিভি/এইচএস

মন্তব্য করুন: