• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিয়েছেন নেতা-কর্মীরা

প্রকাশিত: ১৫:৫৬, ৩১ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিয়েছেন নেতা-কর্মীরা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত রাজনীতির মাঠ। তারই অংশ হিসেবে শান্তি সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এ সমাবেশে যোগ দিয়েছেন শত শত কর্মী-সমর্থকরা।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিএনপি-জামায়াতের ‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ প্রতিবাদে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ।

সমাবেশে আসা নেতা-কর্মীরা বলছেন, নির্বাচন সামনে রেখে বিএনপি সহিংসতার পাঁয়তারা করছে। রাজনীতির নামে তারা কোনো সহিংসতা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করবে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘আমরা দেখেছি তারা ২০১৪ সালে কীভাবে জ্বালাও-পোড়াও করেছে। সেই গোষ্ঠি আবারও সজাগ হচ্ছে এবং তারা রাষ্ট্রকে অকার্য করার চেষ্টা করছে। তাদের এই ষড়যন্ত্র আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করব।’

গত ১৪ বছরে দেশের যে উন্নয়ন হয়েছে সেই জায়গা থেকে জনগণ আবারও নৌকাকে বেছে নেবে এমন আশা প্রকাশ করেন নেতারা। বলেন, জনগণ এখন অনেক সচেতন তারা জানে কোন দল দেশের মঙ্গল করে।

আরেক নেতা বলেন, ‘এদেশের মানুষ সব সময় নৌকাকে বেছে নেবে। আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃতে নৌকায় ভোট দিয়ে বিজয় করে আবার দলকে ক্ষমতায় আনবে।’

বিকালে সমাবেশে যোগ দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বিভি/টিটি

মন্তব্য করুন: