• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

কিভাবে কেন নিষেধাজ্ঞা এসেছিল, জানালেন জিএম কাদের (ভিডিও)

প্রকাশিত: ২২:৪১, ৬ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ

জাতীয় পার্টি চায় দেশে এমন একটি পরিস্থিতি তৈরি হোক, যাতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা না থাকে- এমনটি জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বলেন, বর্তমানে দেশে যেসব নির্বাচন হচ্ছে, তার বেশিরভাগই সুষ্ঠু হচ্ছে না।  দলের অব্যাহতি পাওয়া এক সদস্যের করা মামলায় তার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বলে জানান তিনি। 

জাতীয় পার্টির চেয়াম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা প্রশ্নে আদালতের রায় আট সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। 

আদালতের এমন সিদ্ধান্তের পর বনানী কার্যালয়ে দলের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন জিএম কাদের। 

পরে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। জানান, এই মামলায় কোনো পক্ষ থেকেই ষড়যন্ত্রের কিছু ছিল না। দলের অব্যাহতিপ্রাপ্ত একজন সদস্যের করা মামলায় হাজিরাতে গড়মিলকেই  তার ওপর নিষেধাজ্ঞার কারণ হিসেবে দেখছেন তিনি।

বর্তমান সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন কতোটা সুষ্ঠু হবে, সে বিষয়ে এখনই কিছু বলতে নারাজ জিএম কাদের। তবে দেশের মানুষ নির্বাচনী ব্যবস্থার ওপর আস্থা হারিয়েছে বলে মত তার। 

দলে কোনো বিভেদ নেই জানিয়ে জিএম কাদের আরো বলেন, আগামী নির্বাচনে ৩'শ আসনেই প্রার্থী দেয়ার কথা ভাবছে জাতীয় পার্টি। 

বিভি/এজেড

মন্তব্য করুন: