• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

রাজধানীতে বিএনপির ২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: ১৯:৫৩, ৭ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
রাজধানীতে বিএনপির ২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

রাজধানীতে ২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার পর মির্জা ফখরুল ৯ ও ১২ ফেব্রুয়ারি দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল জানান, ১০ দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ৯ ফেব্রুয়ারি মতিঝিলের গোপীবাগ থেকে জাতীয় প্রেসক্লাব এবং ১২ ফেব্রুয়ারি শ্যামলী থেকে বছিলা সাত রাস্তা মোড় পর্যন্ত পদযাত্রা করবে বিএনপি ।  

এ সময় বিএনপি মহাসচিব বলেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকলেও জনগণের দাবিতেই সংবিধান সংশোধন করতে হবে।
 
মির্জা ফখরুল বলেন, তৃণমূলের জনগণকে সম্পৃক্ত করতেই আন্দোলন কর্মসূচি গ্রাম বা ইউনিয়ন পর্যায়ে নেয়া হচ্ছে। শান্তিপূর্ণ এ কর্মসূচিতে বাধা না দেয়ার আহবানও জানান তিনি। বলেন, আওয়ামী লীগ ভীত, নিজেদের রক্ষা করতেই পাল্টা কর্মসূচি পালন করছে। কিন্তু বিএনপি শান্তিপূর্ণভাবেই আন্দোলন করে সরকারের পদত্যাগে বাধ্য করবে। 

ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগকে পাল্টা কর্মসূচি না দেয়ার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিভি/এজেড

মন্তব্য করুন: