• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আ.লীগের অধীনে কোন নির্বাচনে আস্থা নেই বিএনপির: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩০, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৯:৩২, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
আ.লীগের অধীনে কোন নির্বাচনে আস্থা নেই বিএনপির: ফখরুল

আওয়ামী লীগ সরকারের অধীনে কোন নির্বাচনে আস্থা নেই বিএনপির। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে জানালেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব। সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনির্ভাসিটি হসপিটালে মির্জা ফখরুল চিকিৎসা নেন। 

গত ১০ ফেব্রুয়ারি বিএনপি মহাসচিব সস্ত্রীক সিঙ্গাপুর যান। এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছিলেন তিনি। ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করার তিনি। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর যেতে হয়।

বিভি/এইচএস

মন্তব্য করুন: