• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রুখে দাঁড়াতে হবে, দুরন্তভাবে জেগে উঠতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত: ২২:১১, ১৯ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
রুখে দাঁড়াতে হবে, দুরন্তভাবে জেগে উঠতে হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার আবারো একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে। তিনি বলেন, আওয়ামী লীগ প্রতারক, দুষ্টচক্র। এখন তারা তত্ত্বাবধায়ক সরকারের বিরোধীতা করছে। রুখে দাঁড়াতে হবে এদের, দুরন্তভাবে জেগে উঠে আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে। রবিবার (১৯ মার্চ) রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এমন মন্তব্য করেন। 

এদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভা করে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা । এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ অতীতে বলেছে, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কোনো দল অন্য দলকে বিশ্বাস করে না। নির্বাচন প্রভাবিত করার সুযোগ থাকে। সেজন্য তারাই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে যুক্তি দেখিয়েছিল। এখন তত্ত্বাবধায়ক সরকারের বিরোধীতা করছে। সরকার আবারো এক তরফা নির্বাচনের পায়তারা করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

এদিকে, বিকালে জিয়া পরিষদের আলোচনা সভায় বিএনপি মহাসচিব আগামী নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়ক সরকারের ওপর জোর দেন। বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের অধিকার আন্দোলন করছে। এই আন্দোলন শুধু বিএনপির একার দায়িত্ব নয় উল্লেখ করে দল-মত নির্বিশেষে এতে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, দেশে কর্তৃত্ববাদের এই সরকার দেশে লুটতরাজে জড়িয়ে পড়েছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া দেশে গণতন্ত্র, আইনের শাসন ফিরিয়ে আনা সম্ভব নয়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2