• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিএনপি’র অবস্থান কর্মসূচি আজ

প্রকাশিত: ১৩:৩৫, ১ এপ্রিল ২০২৩

আপডেট: ১৩:৩৭, ১ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
বিএনপি’র অবস্থান কর্মসূচি আজ

সারা দেশের জেলা ও মহানগরে আজ অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে হবে এ কর্মসূচি।

এতে বড় শোডাউনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতাদের প্রধান করে গঠন করা হয়েছে সমন্বয় টিম। যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দল ও জোটও আজ রাজধানীতে এ কর্মসূচি পালন করবে। ৮ এপ্রিল পরবর্তী কর্মসূচি সব মহানগরের থানা ও জেলার উপজেলা পর্যায়ে বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অবস্থান-যা আগেই ঘোষণা করা হয়েছে।

এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশব্যাপী জেলা ও মহানগরে অবস্থান কর্মসূচি সফল করতে নেতাকর্মীসহ সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

জানা গেছে, আজ ৭৯ সাংগঠনিক জেলায় (মহানগর ও জেলা) অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। এরই অংশ হিসাবে রমনা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের সামনে যৌথভাবে কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাসসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। ৭৯ সাংগঠনিক জেলার কর্মসূচিতেই কেন্দ্রীয় নেতারা থাকবেন। এরমধ্যে মানিকগঞ্জের কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন ড. আব্দুল মঈন খান, ঢাকা জেলায় গয়েশ্বর চন্দ্র রায়, নারায়ণগঞ্জে অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কুমিল্লা দক্ষিণে জয়নুল আবদিন ফারুক, কুমিল্লা উত্তরে ব্যারিস্টার রুমিন ফারহানা, কিশোরগঞ্জে শরিফুল আলম, চট্টগ্রাম মহানগরে বরকতউল্লা বুলু, নোয়াখালীতে মো. শাহজাহান। এছাড়া লক্ষ্মীপুরে শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, বরিশাল মহানগরে ব্যারিস্টার শাহজাহান ওমর, ভোলায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বরিশাল উত্তর জেলায় এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বরিশাল দক্ষিণে মজিবুর রহমান সরোয়ার, পটুয়াখালীতে এবিএম মোশাররফ হোসেন, রাজশাহী মহানগরে মিজানুর রহমান মিনু, রাজশাহী জেলায় হারুন-অর-রশিদ, নাটোরে অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সিরাজগঞ্জে আমিরুল ইসলাম খান আলীম, রংপুর মহানগরে আব্দুল খালেক, গাইবান্ধায় অ্যাডভোকেট শফিকুল হক মিলন, ফরিদপুরে শামা ওবায়েদ, শরীয়তপুরে খোন্দকার মাশুকুর রহমান, ফরিদপুর মহানগরে সেলিমুজ্জামান সেলিম, মাদারীপুরে আনিসুর রহমান তালুকদার খোকন, খুলনা মহানগরে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, যশোরে অনিন্দ্য ইসলাম অমিত। বাগেরহাটে অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, খুলনায় আজিজুল বারী হেলাল, সিলেট মহানগরে অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, সুনামগঞ্জে খন্দকার আবদুল মোক্তাদির, মৌলভীবাজারে আরিফুল হক চৌধুরী। কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাহী কমিটির নেতারা নিজ নিজ জেলার কর্মসূচিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করবেন। আর কেন্দ্রীয় সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকরা কর্মসূচি সমন্বয় করবেন।

অন্যান্য জোট, দল ও সংগঠন : এছাড়া ১২ দলীয় জোট রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে, বাংলাদেশ লেবার পার্টি ও সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট আলাদাভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং গণতান্ত্রিক বাম ঐক্য পল্টন মোড়ে অবস্থান কর্মসূচি করবে। এসব কর্মসূচি শুরু হবে বেলা ১১টায়। বেলা ৩টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) পান্থপথে দলের কার্যালয়ের সামনে এবং বিকাল ৪টায় গণফোরাম ও পিপলস পার্টি আরামবাগে গণফোরাম চত্বরে দুই ঘণ্টা গণ-অবস্থান কর্মসূচি পালন করবে। 
গণসংহতি আন্দোলন বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ সরকারের দমন-পীড়নের প্রতিবাদে সমাবেশ করবে। গণঅধিকার পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা গণমাধ্যমের স্বাধীনতা, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, র‌্যাবের হেফাজতে নওগাঁয়ের সুলতানা জেসমিনের মৃত্যু এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বেলা ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন। গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এদিন তাদের কোনো কর্মসূচি নেই। রবিবার বিএনপির সঙ্গে তাদের সংলাপ আছে। সোমবার তারা বেলা ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করবেন।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2