• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এখনই এক দফায় যাচ্ছে না বিএনপি, মে থেকে যুগপৎ কর্মসূচি (ভিডিও)

প্রকাশিত: ১৮:০৪, ২৭ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপিসহ বিরোধী দলের আন্দোলন এখন নিম্নগামী। যা গত ১০ ডিসেম্বরের আগেও ছিলো তুঙ্গে। আবারো আন্দোলনের হাইপ তুলতে পহেলা মে থেকে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে দলগুলো। তৃণমূলের সংগঠকরা বলছেন, আন্দোলনে কোনো ভাটা পড়েনি, বরং দাবি আদায়ের ব্যাপারে নেতাকর্মীরা দৃঢ়প্রতিজ্ঞ।

যুগপৎ আন্দোলনের অংশীদাররা বলছেন, মহান মে দিবসে ঢাকায় বড় শোডাউনের মধ্য দিয়ে মাঠে নামছেন তারা। এরপর বিভিন্ন বিভাগ অভিমুখে রোডমার্চ, লংমার্চসহ ধারাবাহিক কর্মসূচি দিয়ে রাজপথ দখলে রাখবে। সময় ও সুযোগ বুঝে সরকার পতনের একদফা আন্দোলনে যাবে বিএনপি ও সমমনা দলগুলো। 

বিএনপির নীতি নির্ধারকেরা বলছেন, সরকারের আচরণের উপর নির্ভর করবে আন্দোলনের গতিপ্রকৃতি। 

দ্বাদশ জাতীয় নির্বাচনের ঘণ্টা বাজতে আর বাকি মাত্র ৬ থেকে ৭ মাস। আগামী নভেম্বরে নির্বাচনের শিডিউল ঘোষণার চিন্তা করছে নির্বাচন কমিশন। এ অবস্থায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপির হাতে সময় খুবই কম। দলটির দায়িত্বশীল নেতারা বলছেন, বিএনপির আন্দোলন এখন একটি চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়িয়েছে। বাকি সময়গুলো তারা কার্যকরভাবে কাজে লাগাতে চান।

বিভি/এজেড

মন্তব্য করুন: