বিএনপির সমাবেশে আহত নিপুন রায় চৌধুরী

রাজধানীসহ দেশের ১৬ জেলায় একযোগে পালিত হচ্ছে বিএনপির সমাবেশে। সমাবেশে যোগ দিয়ে ইটের আঘাতে আহত হয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।
শুক্রবার (২৬ মে) দুপুরে কেরানীগঞ্জ সমাবেশ বাধা দিতে ইটপাটকেল ছুড়লে আহত হন তিনি। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেইজে আপলোড করা এক ভিডিওতে এ চিত্র দেখা যায়।
ভিডিওতে আরও দেকা যায়, পুলিশের উপস্থিতিতে এই আক্রমণ করা হয়। পরে আহত নিপুন রায় চৌধুরীকে দলের অন্যান্য নেতা-কর্মীদের ধরে নিয়ে যেতে দেখা যায়।
বিভি/টিটি
মন্তব্য করুন: