পাংশায় জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এ আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন।
আনন্দ শোভাযাত্রায় রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার কুন্ডুসহ প্রায় ৩হাজার সনাতনধর্মী নারী পুরুষ অংশ গ্রহণ করেন। পরে পাংশা উপজেলা মহাশ্বশানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিভি/এ.জেড
মন্তব্য করুন: