• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রমজান এবং ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত

প্রকাশিত: ২২:৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
রমজান এবং ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত

চাঁদ দেখার ফাইল ছবি

আগামী ২০২৪ সালের পবিত্র রমজান ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। আরবী ক্যালেন্ডার অনুযায়ী চলছে সফর মাস। সেই হিসাব মিলিয়ে এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি জানিয়েছে আগামী বছরের মার্চের দ্বিতীয় সপ্তাহে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। আরব আমিরাতের খালিজ টাইমস এই খবর জানিয়েছে।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জ্যোতির্বিদ্যার গণনা অনুসারে, ২০২৪ সালের ১০ এপ্রিল ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রকৃত তারিখ নির্ধারণ করা হবে অর্ধচন্দ্র দেখার ওপর ভিত্তি করে। কেননা এর মাধ্যমেই ইসলামী হিজরি ক্যালেন্ডার নির্ধারণ করা হয়। 

হিসাব মতে, গ্রেগরিয়ান ক্যালেন্ডারের বিপরীতে ইসলামিক মাস ২৯ বা ৩০ দিন স্থায়ী হয়। চাঁদ কখন দেখা যায় তার ওপর নির্ভর করেই তারিখ নির্ধারিত হয়। সে হিসাবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে।

মুসলিম উম্মাহর জন্য রমজান মাস হলো সবচেয়ে পবিত্র মাস। রমজান মাস শেষে শাওয়ালের প্রথম দিনে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়। আর জিলহজ্জ মাসের দশ তারিখে পবিত্র হজ্ব পালনের শেষে ঈদুল আজহা উদযাপিত হয়।
 

বিভি/এ.জেড

মন্তব্য করুন: