• NEWS PORTAL

মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩

আল আকসায় ফিলিস্তিনিদের প্রবেশে আবারো বিধিনিষেধ আরোপ

প্রকাশিত: ১৫:৫৩, ১৮ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৫:৫৪, ১৮ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
আল আকসায় ফিলিস্তিনিদের প্রবেশে আবারো বিধিনিষেধ আরোপ

পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করায় আবারো হামলার শিকার ফিলিস্তিনিরা। ইহুদী নববর্ষ রোশ-হাসানাহ উপলক্ষে আল আকসা মসজিদ প্রাঙ্গনে ৫০ বছরের নিচের ফিলিস্তিনিদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করে ইজরায়েলী কর্তৃপক্ষ।

এতে করে যেকোন বয়সের নামাজ আদায়কারীরা মসজিদে প্রবেশ করতে চাইলে ব্যাপক হয়রানি ও হামলার স্বীকার হতে হয়। ফিলিস্তিনিরা হয়রানির স্বীকার হলেও রবিবার সন্ধ্যায় নিরাপত্তাবাহিনীর প্রহরায় একদল ইহুদী নববর্ষ উদযাপন করতে আল আকসা প্রাঙ্গনে প্রবেশ করে। এতে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

এদিকে এ ঘটনার প্রতিক্রিয়ায় আজ সোমবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক বিবৃতিতে বলা হয় "ইজরায়েলি দখলদার বাহিনীর নিরাপত্তায় একদল উগ্রবাদীর আল আকসা মসজিদের প্রবেশের ঘটনা সৌদি আরব প্রত্যাখ্যান করে এবং নিন্দা জানায়।" 

বারবার সীমা লঙ্ঘনের জন্য ইজরায়েল সম্পূর্ণ দায়ী দাবি করে আন্তর্জাতিক সম্প্রদায়কে উত্তেজনা প্রশমনে এবং ইজরায়েলি দখলদারদের উস্কানী বন্ধ করতে দায়িত্ব নিতেও আহবান জানায়।

বিভি/এ.জেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত