• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রিজিক ও হায়াতে বরকত লাভে যা করণীয়

প্রকাশিত: ১৩:২১, ১৭ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
রিজিক ও হায়াতে বরকত লাভে যা করণীয়

প্রতীকী ছবি

মানুষ কী খাবে, কী পরবে, জীবনে সুখ-স্বাচ্ছন্দ্য কীভাবে আসবে- এসব নিয়ে সবসময় ভাবতে দেখা যায় মানুষকে। তবে হাদিসে মানুষকে এইসব পেরেশানি থেকে মুক্তির জন্য আত্মীয়তার সম্পর্কে বজায় রাখতে বলা হয়েছে।

হজরত আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, ‘যে ব্যক্তি  তার রিজিকের প্রশস্ততা এবং বয়সে বরকত লাভের প্রত্যাশা করে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।’ (বুখারি ও মুসলিম)।

এই হাদিসে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এর মাধ্যমে মানুষ এমন একটি কল্যাণ লাভ করবে যার কারণে তাকে প্রায় সবসময় পেরেশান থাকতে হয়। আর তাহলো রিজিক। 

আর কেউ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে তার শুধু রিজিকে প্রশস্ততা আসবে না, এর সঙ্গে সঙ্গে তার হায়াতেও বরকত আসবে।

একজন মানুষের রিজিক প্রশস্ত হওয়া এবং আয়ু বৃদ্ধি করার ক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা শক্তিশালী উপকরণ। যেমন কর্ম তেমন ফল। যে ব্যক্তি ভালো কাজ ও অনুগ্রহের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আল্লাহ তাকে নেক হায়াত ও রিজিকে প্রশস্ততা দেবেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2