• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাংশায় ৯দিনব্যাপী মাঘী পূর্ণিমা ও মহাযজ্ঞানুষ্ঠান শুরু

এম. দেলোয়ার হোসেন, রাজবাড়ী

প্রকাশিত: ১৯:৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
পাংশায় ৯দিনব্যাপী মাঘী পূর্ণিমা ও মহাযজ্ঞানুষ্ঠান শুরু

রাজবাড়ীর জেলার পাংশা উপজেলার পাংশা আদি মহাশ্মশানের আয়োজনে- মাঘী পূর্ণিমা উৎসব উপলক্ষে- ৯ দিনব্যাপী শ্রী শ্রী মহাযজ্ঞানুষ্ঠানের উদ্ধোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে পাংশা পৌরসভার নারায়ণপুর আদি মহাশ্মশান থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম. শফিকুল মোরশেদ আরুজ, পাংশা  উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মন্ডল, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বুড়ো, পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্বপন কুমার মজুমদার, পাংশা আদি মহা শশ্মানের সভাপতি সুব্রত কুমার দাস সাগর, সাধারণ সম্পাদক দিপক কুমার কুন্ডু, পাংশা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভজ গোবিন্দ দে, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা কার্তিক,পাংশা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও জেলা পরিষদের  প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুমার কুন্ডু সাবেক জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু প্রমুখ।

পরে  মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে পৌরসভার বিভিন্ন স্থান ঘুরে নারায়ণপুর পাংশা  আদি মহাশ্মশানে এসে শেষ হয়।

উল্লেখ্য, ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৩ মার্চ পর্যন্ত এ মহাযজ্ঞানুষ্ঠানে বিভিন্ন জেলার ১২টি দল অংশ নিবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2