• NEWS PORTAL

  • রবিবার, ০৪ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঈদুল ফিতর কবে? সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত

প্রকাশিত: ২১:৩৩, ১০ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
ঈদুল ফিতর কবে? সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত

এগিয়ে আসছে পবিত্র রমজান শুরুর মাস। আর রমজান শেষেই বিশ্বের মুসলিমরা পালন করবে পবিত্র ঈদুল ফিতর। এজন্য এখন থেকেই শুরু হয়েছে ঈদুল ফিতরের সম্ভাব্য দিনক্ষণ গণনা। টাইম আউট দুবাইয়ের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ হয়েছে।

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত সরকার জানিয়েছে, এ বছর ঈদে তিনদিন সরকারি ছুটি থাকবে। তবে এবার রজমান মাস ৩০ দিনে হলে আরও অতিরিক্ত ছুটি যোগ করা হবে। 

আরব আমিরাতে সরকারি ছুটির বিষয়টি নির্ভর করে চাঁদ দেখা কমিটির ওপর। ইসলামিক হিজরি অনুযায়ী দেশটি সরকারি ছুটি ঘোষণা করে থাকে।   

এ বছর কবে থেকে পবিত্র রমজান শুরু হতে পারে তার সম্ভাব্য তারিখ জানিয়েছে আরব আমিরাতের জ্যোতির্বিদরা। আগামী ২৮ ফেব্রুয়ারি পবিত্র রমজানের চাঁদ দেখা যেতে পারে। এদিন চাঁদ দেখা গেলে ১ মার্চ থেকে রমজান শুরু হবে। 

এ বছর যদি রমজান মাস ২৯ দিনে হয়, তাহলে আগামী ৩০ মার্চ রবিবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। যদি রমজান মাস ৩০ দিনে হয়, তাহলে ৩১ মার্চ ঈদ পালিত হবে। 

২০৩১ সাল পর্যন্ত হালকা শীতের মধ্যেই পবিত্র রমজান শুরু হবে। যা এ বছর থেকে হতে যাচ্ছে। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2