• NEWS PORTAL

  • শনিবার, ০৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কাটছেই না হজের ভিসা জটিলতা!

ফররুখ বাবু

প্রকাশিত: ১৫:৪৮, ২ মে ২০২৫

ফন্ট সাইজ
কাটছেই না হজের ভিসা জটিলতা!

হজের ভিসা জটিলতা কাটছেই না। ১৪ হাজারেরও বেশি হজ গমনেচ্ছুকদের ভিসা হয়নি এখনও। প্রায় প্রতিটি ফ্লাইটেই বাদ পড়ছেন কয়েকজন যাত্রী। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ভিসা না হওয়ার কারণে যেসব হজযাত্রী যেতে পারেননি, পরবর্তীকালে টিকিট রি-ইস্যু করার সময় তাদের বাড়তি অর্থ দিতে হবে না। চতুর্থদিন শেষে ৪৩টি ফ্লাইটে ঢাকা ছাড়বেন ১৭ হাজার ৬৬৬জন। 

চাকরি জীবনের শেষ পুঁজি, জমি বিক্রি করেও অনেকেই যাচ্ছেন হজ পালনে। মুসলমানদের পবিত্র নগরী মক্কা-মদিনামুখী কয়েক লাখ হজযাত্রী। তাই তাদের উচ্ছ্বাসের কমতি নেই।

বিগত বছরগুলোর তুলনায় এবার কিছুটা স্বস্তি নিয়েই যাচ্ছেন হজের উদ্দেশে। এই স্বস্তির মাঝেও দেখা দিয়েছে নানা জটিলতা। টাকা পরিশোধ করার পরেও টিকেট সংগ্রহ থেকে শুরু করে ভিসা মিলছে না অনেকের। হাজি ক্যাম্পের অব্যবস্থাপনা নিয়েও রয়েছে ক্ষোভ। 

হজ যাত্রায় চতুর্থ দিনে এখনো ভিসা পাননি ১৪ হাজার ৩৪৯ জন। জটিলতায় আটকে আছে ১৩ জনের মক্কা যাত্রা। হজ অফিস দোষ চাপাচ্ছে সৌদি সরকারের ওপর। 

দ্রুত এ সব সমস্যার সমাধান চাইছে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। এজেন্সিগুলো বলছে, যাত্রা বাতিল হওয়া যাত্রীদের, কোনো বাড়তি ফি দিতে হবে না। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2