• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মহানবীর (সা.) জীবনী নিয়ে সিরাত অলিম্পিয়াড, চ্যাম্পিয়ন হলেই ওমরা পালনের সুযোগ

প্রকাশিত: ১৮:১৫, ১২ জুলাই ২০২৫

আপডেট: ১৮:১৫, ১২ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
মহানবীর (সা.) জীবনী নিয়ে সিরাত অলিম্পিয়াড, চ্যাম্পিয়ন হলেই ওমরা পালনের সুযোগ

বাংলাদেশে রাসূল (সা.) এর জীবন চর্চার প্রসারে এক অভিনব উদ্যোগ নিতে শুরু হচ্ছে বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড ২০২৫। এই অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন পাবেন ওমরা পালনের সুযোগ ও গোল্ড মেডেল, রানারআপ পাবেন ল্যাপটপ ও সিলভার মেডেল। এছাড়া সকল ফাইনলালিস্টের জন্য থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবং প্রত্যেক অংশগ্রহণকারী পাবেন পার্টিসিপেশন সার্টিফিকেট। 

এই অলিম্পিয়াড শুধুমাত্র প্রতিযোগিতার সীমাবদ্ধতায় আবদ্ধ নয়, বরং এটি নবী করিম (সা.)-এর আদর্শ জীবনচর্চার প্রতি তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই আয়োজিত হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।

গত ১০ জুলাই অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট আলেম শায়েখ রফিকুল ইসলাম মাদানী, সমাপনী বক্তব্য প্রদান করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেয হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন বিশ্বজয়ী হাফেজ শেখ নাজির উল্লাহ।

সিরাত অলিম্পিয়াডের মূল লক্ষ্য- শিক্ষার্থী ও নাগরিক সমাজের মাঝে রাসূল (সা.)-এর জীবনাদর্শ, চরিত্র, ও মানবিক গুণাবলির প্রচার। ২০২৫ সালের এই আয়োজনটি দেশব্যাপী পরিচালিত হবে এবং এতে যেকোনো শ্রেণী পেশার পুরুষ ও নারী অংশগ্রহণ করতে পারবেন। 

প্রতিযোগিতার নির্ধারিত সিলেবাস, অলিম্পিয়াডের নিজস্ব সংকলন “নববী দর্পণ”। একইসাথে উক্ত বইয়ের মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশনের জন্য ওয়েবসাইট উন্মুক্ত করা হয়। 

বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড ২০২৫—এই ব্যতিক্রমী আয়োজন আমাদের নৈতিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির এক মাইলফলক হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা।

বিভি/এজেড

মন্তব্য করুন: