• NEWS PORTAL

  • রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

পবিত্র শবে মেরাজ কবে, জানা গেল তারিখ

প্রকাশিত: ২১:০০, ২১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পবিত্র শবে মেরাজ কবে, জানা গেল তারিখ

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে।আগামীকাল সোমবার (২২ ডিসেম্বর) থেকে শুরু হবে এই মাসের গণনা। আবার এই মাসের ২৬ তারিখ পবিত্র শবে মেরাজ। সে অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি রাতে সারাদেশে পবিত্র শবে মেরাজ পালিত হবে।

রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভায় জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বিভাগীয়-জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র এবং দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখার সংবাদ নিশ্চিত হওয়ায় সোমবার থেকে রজব মাস গণনা শুরু হচ্ছে।

সভায় আরও উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যরা।

‘শবে মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমনের রাত। মুসলমানদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে আল্লাহ তা’আলার সান্নিধ্য লাভ করেন। এবছর সেই পবিত্র রাতটি পড়েছে আগামী ১৬ জানুয়ারি।

শবে মেরাজ মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি রাত। ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত-বন্দেগির মাধ্যমে এ রাত পালন করেন। অনেকেই এ দিনে নফল রোজা পালন করে থাকেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2