• NEWS PORTAL

  • শনিবার, ০১ নভেম্বর ২০২৫

রবিবার রোজা কি-না জানা যাবে সন্ধ্যায় 

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১১:০৫, ২ এপ্রিল ২০২২

আপডেট: ১৪:০১, ২ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
রবিবার রোজা কি-না জানা যাবে সন্ধ্যায় 

আগামীকাল রবিবার থেকে বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হবে কি-না জনা যাবে সন্ধ্যায়। ইতোমধ্যে জাতীয় চাঁদ দেখা কমিটি গঠিত হয়েছে। সন্ধ্যায় পরই জানা যাবে রোজা শুরুর দিনক্ষণ। 

শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির এ সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।

সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা গেলে ৩ এপ্রিল থেকে রমজান মাস গণনা শুরু হবে। ফলে আজ রাতেই তারাবি নামাজ শুরু হবে এবং শেষ রাতে প্রথম সেহরি খাবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। 

দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার ডিসি বা ইউএনওকে জানানোর জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করেছে ইফা।

এদিকে সৌদি আরবের আকাশে শুক্রবার (১ এপ্রিল) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শনিবার (২ এপ্রিল) দেশটিতে প্রথম রোজা।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2