• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

জানা গেলো ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

প্রকাশিত: ১৪:৫৭, ২৩ জুন ২০২২

আপডেট: ১৫:১৮, ২৩ জুন ২০২২

ফন্ট সাইজ
জানা গেলো ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। 

আগামী ৯ জুলাই (শনিবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে আমিরাতের জ্যোতির্বিদরা এক পর্যবেক্ষণের ভিত্তিতে এ সম্ভাবনার কথা জানিয়েছেন। বুধবার (২২ জুন) সংবাদ মাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী আগামী ৩০ জুন (বৃহস্পতিবার) ইসলামি মাস জিলহজ শুরু হতে পারে। সেই হিসাবে ওইদিন হবে জিলহজ মাসের প্রথম দিন। আর আগামী ৮ জুলাই পবিত্র আরাফার দিন। সেই হিসাবে আরব আমিরাতে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে আগামী ৯ জুলাই (১০ জিলহজ)। মুসলমানরা জিলহজ মাসের ৯ তারিখ (৮ জুলাই) আরাফাহ দিবস পালন করেন।

সংযুক্ত আরব আমিরাতে ঈদ উৎসবকে কেন্দ্র করে চার দিনের ছুটি (৮ জুলাই থেকে ১১ জুলাই) পাওয়া যাবে।

উল্লেখ্য, প্রতিবছর জিলহজ মাসে সৌদি আরবের মক্কায় মুসলমানদের পবিত্র হজ অনুষ্ঠিত হয়। ১০ জিলহজ ঈদুল আজহার দিনে কোরবানি করার মধ্য দিয়ে এই প্রক্রিয়া শেষ হয়।
আরও পড়ুন:

বিভি/এএন

মন্তব্য করুন: