• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

যে দোয়া পড়লে চোখ উঠা ও ব্যথা নিরাময় হয়

প্রকাশিত: ১৬:০৫, ২৭ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
যে দোয়া পড়লে চোখ উঠা ও ব্যথা নিরাময় হয়

মৌসুম পরিবর্তনের কারণে চোখ ওঠা রোগের প্রবণতা দেখা দিয়েছে। সব পরিবারেই কম বেশি দুয়েকজন চোখের রোগী রয়েছেন। তবে মহান আল্লাহ তায়ালা আল্লাহ তাআলা মানুষকে পরম যত্নে সৃষ্টি করেছেন। তাই যত্নে সৃষ্টি করা অঙ্গ-প্রত্যঙ্গের জন্য দোয়া-দরুদও দিয়েছেন।

এটা অবশ্যই সত্য যে, মানবদেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি হলো চোখ। চোখে বিভিন্ন কারণে ব্যথা ও রোগে আক্রান্ত হতে পারে। তাই সব সময় চোখের যত্ন নেয়া জরুরি। 

কোনো কারণে চোখে ব্যথা অনুভূত হলে কুরআনুল কারিমের এ আয়াতটি পড়ার মাধ্যমে চোখের ব্যথা থেকে মুক্ত থাকুন। আয়াতটি হলো সুরা ক্বফ এর ২২ নং আয়াত-

 لَقَدْ كُنتَ فِي غَفْلَةٍ مِّنْ هَذَا فَكَشَفْنَا عَنكَ غِطَاءكَ فَبَصَرُكَ الْيَوْمَ حَدِيدٌ

উচ্চারণ: লাক্বাদ কুংতা ফি গাফলাতিম মিন হাজা ফাকাশাফনা আংকা গিত্বাআকা ফাবাচারুকাল ইয়াওমা হাদিদ। (সুরা ক্বফ: আয়াত ২২)

আমল: যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর সুরা ক্বফ এর ২২ নং আয়াত ৩বার পড়বে। তার চোখের ব্যথা দূর হয়ে যাবে। 

 َاللّهمَّ عَافِنِي فِي بَدَنِيْ اللَّهمَّ عَافِنِيْ فِي سَمْعِيْ اللَّهمَّ عَافِنِي فِي بَصَرِي لَا إلهَ إلَّا أنْت

উচ্চারণ: আল্লাহুম্মা আ-ফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আ-ফিনি ফি সাম-ই, আল্লাহুম্মা আ-ফিনি ফি বাসারি, লা-ইলাহা ইল্লা আনতা।

অর্থ: হে আল্লাহ! আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ! আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে। হে আল্লাহ! আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে। আপনি ছাড়া কোনো উপাস্য নাই।

এটা সরাসরি রোগমুক্তি কামনার দোয়া। মানবজাতির শারীরিক সুস্থতার জন্য বিভিন্ন দোয়া দরুদ রয়েছে। এসবের মধ্যে এটা অনেক ফজিলতপূর্ণ একটি দোয়া।

মহান আল্লাহ তায়ালা আমাদেরকে প্রত্যেক নামাজের পর এ দোয়াটি তিন বার করে পড়ার মাধ্যমে চোখের ব্যথা থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। সেই সঙ্গে বেশি বেশি নেক আমলের মাধ্যমে জীবনকে আরও পরিশুদ্ধ করার তাওফিক দান করুক। আমিন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2