• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

এই মাসে যে দোয়া বেশি পড়তেন মহানবি (সা.)

প্রকাশিত: ১০:২৫, ১৮ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
এই মাসে যে দোয়া বেশি পড়তেন মহানবি (সা.)

প্রতীকী ছবি

এখন শাবান মাস। রমজানের আগের মাস এটি। রমজানের আগমনী বার্তা নিয়ে আসে এ মাস। ফলে শাবান মুমিনদের জন্য অন্য সব মাসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

শাবান মাসের বিভিন্ন ফজিলত ও আমল রয়েছে। তাই রমজানের প্রস্তুতির জন্য শাবান মাসে বেশি আমল, নফল রোজা ও দোয়া করা ভালো। বিশ্বনবি এ মাসে অনেক বেশি নফল রোজা রাখতেন আর রাতজেগে ইবাদতের সামর্থ্য কামনায় বেশি বেশি দোয়া পড়তেন।

এ সম্পর্কে হজরত আবু বকর বালখি রহমাতুল্লাহি আলাইহি বলেন-
‘রজব হলো বীজ রোপনের মাস। আর শাবান হলো ওই বীজে সেচ দেওয়ার মাস। অতঃপর রমজান হলো বীজ রোপন ও সেচ দেওয়ার পর পরিপূর্ণ ফসল (ফায়েদা) ওঠানোর মাস।’

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রজব ও শাবান মাসব্যাপী এ দোয়া বেশি বেশি পড়তেন, ‘আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ওয়া বাল্লিগ না রমাদান।’ অর্থাৎ ‘হে আল্লাহ! রজব মাস ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন; রমাদান আমাদের নসিব করুন।’ (মুসনাদে আহমাদ,১: ২৫৯, শুআবুল ইমান, বায়হাকি,৩: ৩৭৫)

আল্লাহ আমাদের তাওফিক দান করুন। শাবান ও রমজানের সর্বোত্তম ব্যবহার যেন আমরা নিশ্চিত করতে পারি এবং দুনিয়া ও আখিরাতে আমাদের সব রকম সাফল্য ও সৌভাগ্য দিয়ে ভূষিত করুন।

বিভি/টিটি

মন্তব্য করুন: