• NEWS PORTAL

  • রবিবার, ১২ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চট্টগ্রামে চলছে পরিবহন ধর্মঘট, বিপাকে যাত্রীরা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১০:৪৩, ২৮ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
চট্টগ্রামে চলছে পরিবহন ধর্মঘট, বিপাকে যাত্রীরা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- চুয়েটের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় গাড়ি ভাঙচুর ও অগ্নিকাণ্ডের প্রতিবাদে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে চট্টগ্রামে। রবিবার (২৮ এপ্রিল) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত। 

ধর্মঘটের সমর্থনে মহানগরীর বিভিন্ন প্রবেশ পথ ও মোড়ে অবস্থান নিয়েছে পরিবহন মালিক শ্রমিকরা। বাসসহ বিভিন্ন গণপরিবহন চলছে স্বাভাবিকের চেয়ে অনেক কম। এছাড়া তিন পার্বত্য জেলা, কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলাগামী রুটেও বাস চলাচল বন্ধ আছে।

এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। শনিবার দুপুরে চট্টগ্রাম আন্তঃজেলা মালিক সমিতি কার্যালয়ে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। তবে এই ধর্মঘট প্রত্যাখ্যান করেছে মালিক-শ্রমিকদের একাংশ। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2